বৈশাখী কন্যা
রানা চৌধুরী
সাজলো কন্যা হলুদ বরণ শাড়ি জড়িয়ে গায়,
রঙ্গিন চূড়ি হাতে কন্যার আলতা রাঙা পায়।
ঝুমুরঝুমুর বাজছে নুপুর কোমরে সোনার বিছা,
অপরুপা সেই বৈশাখী কন্যা কইছি নাকো মিছা।
খোপায় বাঁধা আছে কন্যার রঙ্গিন ফুলের মালা,
একবার তুমি খোল কন্যা বন্ধ প্রেমের তালা।
রমনারও বটমূলের বৈশাখ আয়োজনে,
প্রথম দেখা সেইখানেতে কন্যা তোমার সনে।
মধুকন্ঠে পরাণ নিল রুপে নিল আঁখি,
আমি রানা পাগল হয়ে তোমায় শুধু দেখি।