গাছের পাতা!
গাড় সবুজ মোটা চিকন কচি পাতা।
পাতায় পাতায় প্রেম হয়! আলিঙ্গন হয়।
সুখ দু:খ ভাগাভাগি হয়।
শুকনো পাতা!
রক্ত শূন্য মৃত ক্ষতবিক্ষত পাতা।
পাতায় পাতার কষ্ট পায়, দু:খ পায়,
আঘাত করে পাতায় পাতায়।
ওরাও নাকি প্রেম করে! দুজন দুজনকে ভালবাসে।
জোড়াপাতা,
ওরাও নাকি ব্যাথা পায়,
বিরহে বিরহিত বিধস্ত হয় মন।
আনন্দগানে সুর ছন্দ,
বিচিত্র পাতায় পাতায় বন্ধন।
তাজা পাতা!
গাড় সবুজ মোটা চিকন জোড়াপাতা।
পাতায় পাতায় প্রেম হয়! আলিঙ্গন হয়।
সুখ দু:খ মাখামাখি হয়।