কোনো এক রাতে মনে পড়ে তোমার কথা,
হঠাৎই বাতাসে ভেসে আসে তোমার গন্ধ।
চোখের কোণে জমে ওঠে অশ্রুর ফোঁটা,
বুকের ভেতর জ্বলে এক অনল-অন্বেষণ।
হৃদয়ের তীর ভাঙে একাকীত্বের ঢেউ,
তোমায় ভুলতে চলছে, মদের গ্লাসের মিছিল।
তুমি যে দূরে, সে কল্পনাটাই নীল,
আমি এখন হারিয়ে ফেলি সকল রং পেন্সিল।
আজও রাতে মদের গ্লাসে ডুবে যায় মন,
তোমার কথা ভেবে ভেবে হই অচেতন।
প্রতিটি ঘূর্ণিতে মিশে থাকে তোমারই ছবি,
মদ্যরঙা রাতের বুকে জেগে ওঠে সবি।
শেষ চুমুকে পানীয় শেষ হলে আবারও শূন্যতা,
তুমি নেই- আছে শুধুই মদ আর এই রাতের ব্যথা।
এই মদের টান কি তবে তোমারই টান?
নাকি শুধুই এক মিথ্যে স্বপ্নের আহ্বান?