আঁকাবাঁকা রেললাইনের পাশঘেষে অস্থায়ী বসবাস!
বাংলা ভাষায় যাকে বলে বস্তি।
দরিদ্র্য মুখগুলো দেখছি- হাঁটছি আর ভাবছি।
সেই ছোট্ট আমিটা রেললাইনে হেটেছিলাম তোমার হাতটি ধরে।
সেই ছোট্ট তুমিটা রেললাইনের ঝোপের পাশে বসেছিলে কাঁধে কাঁধ মিলিয়ে।
এই বয়সের স্টেজে এসে! প্রতিটি মুহূর্তই খুব বেশি মনে পড়ে।
মনে পড়ে, খুব বেশি মনে পড়ে! ফেলে আসা পুরানো দিনগুলোর কথা।
ব্রান্ডের গাড়িতে চড়ে, সফট সাউন্ডে ওয়ার্ল্ড ফেমাস সিঙ্গারের গান শুনছি-
মাঝেমধ্যে এ্যালকোহলে চুমুক দিচ্ছি।
জলপাই রঙের পাঞ্জাবি পড়ে! আমি যাচ্ছি বন্ধুর সিনেমার প্রিমিয়ার শো দেখতে।
অথচ সেই কলেজ জিবনে কাঁধে কাঁধ লাগিয়ে রিক্সায় চড়ে ছিলাম ঘন্টার পর ঘন্টা।
জলপাই রঙের পাঞ্জাবী আর শাড়ি পড়ে, সবুজ ঘাসে চিনা বাদাম খেয়েছিলাম রোদেলা দুপুর থেকে সন্ধ্যা।
মনে পড়ে, খুব বেশি মনে পড়ে! ফেলে আসা পুরানো দিনগুলোর কথা, প্রতিটি মুহূর্তেই মনে পড়ে।
বাচ্চা আছে, জিবন সঙ্গি আছে... হ্যা! সুন্দর একটি সংসারও আছে।
তার সঙ্গে মিলন হয়, গল্প হয়, বেশ মধুর সম্পর্ক আমাদের।
তারপরও কেন জানি তুমি কাঁঠালের আঠারমত লেপ্টে আছো।
প্রচন্ড রকমের মনে পড়ে- তোমায় মনে পড়ে।
এই বয়সের স্টেজে এসে! প্রতিটি মুহূর্তই খুব বেশি মনে পড়ে।
মনে পড়ে, খুব বেশি মনে পড়ে! ফেলে আসা পুরানো দিনগুলোর কথা। মনে পড়ে- বাঁধ ভাঙ্গা স্রোতের বেগে মনে পড়ে তোমায়।
-রানা বর্তমান