এই যে গাজাবাসি!
তোমরা সবকিছুতে অভ্যস্ত!
চোখের সামনে মানুষ হয়ে মানুষকে খুন।
দিবালোকে জ্বালাওপোড়াও কিংবা নারী ধর্ষন।
তোমরা মৃত্যুর গন্ধে অভ্যস্ত!
সন্তান হারা মায়ের চিৎকার, প্রিয়তমার শেষ বিদায়,
শিশুদের কান্নার হাহাকার, বুটের আঘাত আর গুলি বর্ষন।
আমরা ভালো নেই, আমাদের উপরে ভরসা করো না।
আমারা মানুষ হওয়া সত্ত্বেও, আমরা প্রতিবাদি হচ্ছিনা।
এই যে গাজাবাসি!
তোমাদের মৃত্যু- ফুটান্ত ফুল,
নিল আকাশে উড়ে থাকা শান্তির পায়রা।
তোমরা প্রতিরোধী, একগুঁয়ে,
স্বাধীনতার চেতনায় ছুটে চলা তেজি ঘোড়া।
আমরা ভালো নেই,
আমাদের কাছে কিছুই আশা করো না।
আমাদের সুযোগ থাকা সত্ত্বেও, আমরা কিছুই করছিনা।
এই যে গাজাবাসি!
তোমরা ব্যর্থতায় অভ্যস্ত, প্রিয়জনকে হারাতে অভ্যস্ত,
হাউমাউ করে কাদঁতে অভ্যস্ত।
তোমরা লড়তে অভ্যস্ত, কামানের সামনে দাড়াতে অভ্যস্ত,
তোমরা মরতে অভ্যস্ত।
তোমরাই সাহস তোমরাই শক্তি হে বল বীর!
আমরা ভালো নেই,
কিন্তু আমাদের বিশ্বাস করো না।
আমাদের হৃদয় থাকা সত্ত্বেও,
আমরা ব্যাথিত হচ্ছিনা।
তোমরা দাবানল দাহ,
অঙ্গার করবে শত্রুর দল।
তোমরা সৃষ্টি, তোমরা মুক্তি
তোমরা শক্তি তোমরাই বল।
তোমরা ঝন্ঝা, তোমরা ঘূর্ণি,
তোমরা পথ-সমূখে যা পাও করো চূর্ণি’।
তোমরা যুদ্ধের দামাম, জয়ের-পাগল ছন্দ,
তোমরা আপন তালে লড়ে যাও,
তোমরাই মুক্ত জীবনানন্দ।