আবেগগুলো ভেঙ্গে পড়েছে!
বিশ্বাসের ভূমিধ্বস তাতে বারংবার আঘাত হানছে।
অনুভূতিগুলো আস্তে ধীরে কাজ করা বন্ধ করে দিয়েছে।
আজকাল আমি বড্ড হিংসুটে কিংবা কর্কশ হয়ে পড়েছি।
আজকালের ভাললাগার চর্মরোগ হয়ে বড্ড চুলকাচ্ছে।
ভালোবাসা তার হাঁটু ভেঙে পড়েছে,
ভালবাসার কিডনি, হার্ড প্রচন্ড রকমের দুর্বল হয়ে পড়েছে।
শীঘ্রই ভালবাসাকে আইসিইউতে ভর্তি করতে হবে।
অনেক অর্থ সম্পদ অপচয় করে, মেডিকেল বোর্ড বসিয়ে জানাগেলো যে,
ভালবাসায় মরণব্যাধি ক্যান্সার বাসা বেঁধেছে।
তাকে বেঁচে থাকার সীমা পর্যন্ত নিয়ে যাওযয়াটাই এখন অসাধ্য।
বেইমানীর তিক্ত তিক্ত বিরক্তি, আজ নিল রক্ত গিলছে।
দাঁতে দাঁত চেপে ভালবাসা মৃত্যুর যন্ত্রণা সহ্য করছে।
ভবিষ্যতের সম্ভাবনা ছাড়াই বর্তমানকে সঙ্গে নিয়ে লড়ছি, হারছি,
হেরে আবারও লড়ছি, চোখ মেলে যুদ্ধ করছি।
হাল ছেড়ে না দেওয়ার জন্য! নতুন প্রজন্মের জন্য!
নতুন ভবিষ্যতের জন্য সুস্থ্য সুন্দর নির্মল ভালবাসার জন্য।
বেঁচে থাকুক ছোট-বড় সব আকৃতির ভালবাসা।
- রানা বর্তমান