তোমাকে ছাড়া লসএন্জেল ঠিকঠাক সাজছেনা।
তোমাকে ছাড়া ক্যালিফোর্নিয়ায় বাশিও বাজছেনা।
তোমার রূপকথা, আজ তোমাকে শোনাই।
তুমি হেসেছিলে বলেই সান ফ্রান্সিসকো এত সুন্দর।
তুমি পায়ে হেটেছিলে বলেই হনলুলু, সিয়াটল সান দিয়েগো তৈরী করেছিলাম।
তুমি বসেছিলে, কিছুটা সময় দিয়েছিলে বলেই-
মিয়ামি, বুস্টন, নিউইয়র্ক বাঙ্গালিদের এত রমরমা।
তুমি বল্লেই আবারো আমেরিকা অগ্নি স্নানে করে দিবো তিলোত্তমা।