পরপর আক্রমনে কবিতা হয়েছে বিদীর্ণ;
জালিয়ানওয়ালাবাগ, তিয়েন্মেন স্কোয়ার পেরিয়ে
ইতিহাস নিয়মমতই নতুনত্বের দিকে পা বাড়ায়।
'অকুপাই ওয়াল স্ট্রিট' আর দুপুরের বিস্বাদ
সব্জিটাকে গুলিয়ে ফেলে
অন্তর্জালে ছড়িয়ে দিই জীবনের সব ক্ষত।
ঘরটা তখনও বেশ ঠান্ডা।
বিক্রী হয়ে যাওয়া মিডিয়ার সাথে হাত লাগাই
নিজের, দশের কবর খোড়ার কাজে।
তখনও শুওপোকা প্রজাপতি হয়ে ওঠার
স্বপ্ন দেখে।
হাত বাড়ায়; মানুষের চোখগুলো খুব নিচে।