অন্ধকার ঘরে খিল তুলে দিয়ে
চিত্কার করে বলে উঠি - আগুন!
গাছ না লাগিয়েই বসে থাকি,
যদি কোনদিন মেওয়া ফলে যায়।
সহস্র বিন্ধু ঘাম আর রক্তেরা
একাকার হয়ে যায় কুয়াসার গভীরে,
আমার ভিতরে যখন অন্ধকার আর
না লাগানো বীজেরা লড়াই করে ক্লান্ত,
পেঁচার মতো মুখ করে হেসে ওঠে
টুকরো টুকরো সৃষ্টিসুখের দল।