আমি বোকা, তুমিও বোকা,
নিজেদের বুদ্ধিমান ভেবে নিয়ে
চলো আমরা পরস্পরের
পিঠ চাপড়ে বলি - জিনিয়াস !
আর যারা আমাদের মতো নয়,
অশুদ্ধ ভাষায় বিশুদ্ধ গালাগাল দিয়ে
তাদের সাতপুরুষের ভূত ভাগিয়ে দিই।
প্রতিদিন সকালে উঠে
বাহ্যিক আড়ম্বরে নিজেকে ঢাকি,
দিনটা আসলে প্রতিকী
প্রশাসক, দালাল থেকে প্রেমাস্পদ,
আমাদের প্রতিনিয়ত বুঝিয়ে চলে -
সব দিনগুলোই আসলে বোকা দিবস।