যদি কোনদিন কোথাও -
বইছে যখন হিমেল হওয়া,
বাতাসে ভাসে নলেন গুড়ের গন্ধ,
তার সাথে দেখা হয়ে যায়।  
কি নামে ডাকবে তাকে ?
মনের মাঝে তখন হাজার প্রজাপতি,
স্মৃতির প্রতিটি কণায় বিস্ফোরণ,
হৃদস্পন্দনের গতিতে শুধুই ত্বরণ,
পড়ে থাকে শুধু ক্ষনিকের অনুভূতি -
ঝাপসা দেখার সব কারণ এক নয়,
কিছু নেশা আফিমের থেকেও দীর্ঘস্থায়ী।