রোদ উঠেছে খুব সকালে,
আকাশ তবু মেঘলা,
আমিও আজ তোমার মত
রয়েছি বসে একলা।