ইরোস, মদন বা শুধুই পিটুইটারি।
রং লাগে বনে, মনে, গালে,
ছড়িয়ে পড়ে পরনের পোশাকেও।
সেদিনের দস্যি মেয়েটা আজ
সাত রঙ্গে রাঙানো এক নারী।
কাজল চোখের কটাক্ষও
আজ যেন বড় শান্ত -
শুভদৃষ্টির প্রতিক্ষায়।