জানি তুমি সুন্দরী নও,
নিটোল বক্ষ, আনিতম্ব কেশরাশি, টানাটানা চোখ,
হয়তো কোনটাই নেই তোমার।
তবুও তুমি যখন ওই চোখে কাজল পরো
সারা পৃথিবীর মেঘ ঘনিয়ে আসে আমার বুকে।
কিম্বা ওই লম্বা ঠোঁটে এক চিলতে হাসি
আমার মনে হাজার কবিতার জন্ম দেয়।
ওই খোপায় যখন দেখি জুঁই ফুলের মালা
তার সুভাসে উদ্ভাসিত হয় আমার পৃথিবী।
জানি তুমি সুন্দরী নও -
তবুও আমার পৃথিবীটাকে সুন্দর করার
সব উপক্রম আমি তোমার মাঝে খুঁজে পাই।