ভোরের স্বপ্ন
রামপ্রসাদ (হলুদ ঘাস)
ঋতুরাজ বসন্ত জাগ্রত আপন মহিমায় প্রকাশে দিশেহারা!
চঞ্চল দখিন হাওয়া বহিছে সবুজের ডালে ডালে !
ভেসে আসা কর্কশ শব্দ!
বিচলিত মন টানে পোড়া মাটির পরিত্যক্ত ঘরে,
গা ছমছম ভীতু আবেগী মন সন্ধানী শব্দের উৎসের সন্ধানে!
নিঃশব্দে চুপি চুপি পৌঁছুলাম ভগ্ন জানালার পাশে !
জানালার শিকল জীর্ণ প্রায় ....
সইতে পারছে না হাওয়া জানালার কপাটের আঘাতের ব্যথা!
মাঝে মাঝে ভেসে আসছে পায়রার পাখার ঝড় ঝড় শব্দ !
পড়ন্ত বিকেলে আবছা আলোর পলকে পড়া .........
পুরোনো ধুলো ভর্তি টেবিল,
পাশে হাতল বিহীন চেয়ার ,খোলা আছে পুরোনো পাণ্ডুলিপি বাতাসে পাতা একের পর এক কখনো সামনে , কখনো পেছনে ,যেন অতীত থেকে বর্তমান আর ভবিষ্যতের মূল্যায়ন!
বাদামি রঙের খসখসে পাতার গুমোট গন্ধ !
হালকা আলোয় উল্টোনো পাতায় শাহজাহানের তাজমহল,
মুঘল সাম্রাজ্যের পতন ,ইংরেজদের শাসন,বিপ্লবীর আত্মত্যাগ ,
স্বাধীনতার জয়ধ্বনি বন্দেমাতরম উল্লাসের স্লোগান!
নামলো সাঁঝের অন্ধকার,
ধোঁয়াশা হয়ে আসছে অন্ধকারের মধ্যে হারিয়ে গেল স্বাধীনতা উপভোগের স্বপ্ন !
কে যেন নাড়িয়ে জানিয়ে গেল ..ওই যে বিজয় দা আজ আততায়ী গুলিতে প্রাণ হারালো!
চোখ মেলে দেখি হব স্বাধীনতা নামক শব্দ'টা সবার মুখে মুখে ,
কিন্তু স্বাধীনতা এখনো স্বাধীন হয়নি খুঁজে বেড়াই আমারা আমাদের স্বা ধী ন তা !!!