রূপের রোশনাই
রামপ্রসাদ (হলুদ ঘাস)
বৃক্ষ ছায়ার রূপের মোহয়
পরনে সবুজ শাড়ি,
সোনালী বিছুলী কুঁড়েঘর সাজি
গড়নে স্বপ্নের বাড়ি।
আঁকাবাঁকা পথে মাটির সুগন্ধে
একতারায় ধরেছে সুর,
ঋতু শরতের জলধর উল্লাসে
শামুকের ফুলে ভরপুর।
দিঘির জল করে ছল ছল
জলে নুইয়ে মাথা,
কালো ভোমরায় গুন-গুন গান গায়
পুজোর গন্ধে মাতা!
পাখির কোলাহল ছায়ার আঁচল
আমদে খেলে রাজহংসী,
পাড় হয়ে ঝাঁপ খুশির মেজাজ
এক ঝাঁক দুষ্টুর সন্ধি।
থৈ থৈ জল পড়েনা পলক
ধুইছে বধূর রাঙা পায়,
প্রকৃতির সৃজন ভাবায় ভাবুক মন
খুশির আলোর রোশনায়।