মেঘ বালিকাকে নিয়ে সাথে সখা হারাবো নীলাকাশে,
খুশির জোয়ারে ভিজিয়ে আঁচল মাতবো দখিনা বাতাসে।

চাঁদের আলোয় শুভ্রতা মেখে যাবো শুকতারার দেশে,
জোনাকির মেলায় ভাসিয়ে ভেলা মন পবনে ভেসে।

শিশির মেখে কখনো নামবো সবুজ ধরণী পরে,
রোদ্দুর মেখে পাড়ি দেবো দূর অজানার ঘরে।

মন পবনে ভেসে বেড়াবো শুধু তোমায় স্মরে।