ন্যায় দণ্ড
রামপ্রসাদ (হলুদ ঘাস)

নারী চেতনা,নারীই প্রেরণা
চেতনা আজ মুখ থুবড়ে ।
প্রকাশ্যে আজ লুণ্ঠিত নারী
ন্যায়ের দন্ডে মাড়িয়ে ।

নেয্য     মূল্যে   বিচার প্রাপ্তি
আইনি কাগুজে পতিতা,
চোখের জলে ভিজিয়ে আঁচল
সমাজের চোখে ধর্ষিতা!

কত গ্লানি,,,,,,,, সে অভিমানী
গ্রীষ্মের দহন তাপে,
আইনি পাঠশালায় যুক্তি তর্কে
ধরেছিল হাত,,,ছিল কি হাত বুকে ?

ধর্ষকের ধর্ষিতায় কামনার লালায়
হাজারো আঙুলের ভীড়,
অসহায় দাঁড়িয়ে ফুপিয়ে কাঁদে
বিঁধছে ......বুকে তীর।

সত্যের দাঁড়িপাল্লায় মাপছে ওজন
উপঢৌকনেই  চ ম ৎ কা র,
সমাজ সেবী কাটছে আঁচড়
ধর্ষিতার বোবা হাহাকার ।

বিদ্রুপ   কাটে   সভ্য   সমাজ
চেতনার  হেড লাইনে,
আঁধারে   হারায়  বাঁচার  স্বপ্ন
নিরপেক্ষ গড়া আইনে।

স্বপ্ন,আশা পাল ছেঁড়া তরী
কুঁড়িতে ঝরলো ফুল,
সত্যের খোঁজে,,,,,,বেড়াই মিছে,
উজানে ভেঙেছে কুল !