রীতি- স্বরবৃত্ত (৪+৪/৪+২)

বন্ধু হলো আমার প্রিয়,
নিজের চেয়ে দামি,
বন্ধু মানে রাতের আলো
আঁধার রাতের স্বামী।

বন্ধু মানে সুখে- দুঃখে
হৃদয় জুড়ে থাকে,
হাসি-কান্নায় জীবন দিয়ে
বাসবো ভালো যাকে।

বন্ধু মানে মান-অভিমান
খুনসুটি আর মজা,
বন্ধু মানে দেয় প্রেরণা  
ভুলের পথে সাজা।

এমন বন্ধু আছে আমার
গর্ব করে বলি,
তাইতো আমি মনের সুখে
যেমন খুশি চলি।