আজ আমি সত্যি সত্যিই ক্লান্ত,চৈত্রের পাতা ঝরার ঝন ঝন শব্দ শুনতে পাচ্ছি ,দেখতে পাচ্ছি ক্ষয়ে যাওয়া নদীর কূল জোয়ারের ধাক্কার একটু একটু তলিয়ে যেতে । হঠাৎ প্লাবনে ডুবে যাওয়া সবুজ শস্য নুইয়ে পড়া মাথা। কয়েক সেকেন্ডে ভূমিকম্পের কম্পনে সাজানো গুছানো স্বপ্ন গুলো এলো মেলো হয়ে যাওয়া । গাছের ডালে আপন মনে গান গাওয়া পাখির তীরবিদ্ধ হাওয়ার নিদারুণ যন্ত্রনা । হারাবার আর্ কিছুই নেই ,নেই দুঃখে পাশে থাকা মানুষ গুলো । স্নেহের হাত এসে চোখে জল মুছিয়ে বলেনা ওরে চিন্তা করিস না আমি তো আছি ।আর্ দুঃখের ঘরের পায়রা গুলো আজ বকবকুম করে না ,একটা একটা করে পাড়ি দিচ্ছে সুখের ঘরে। দুঃখের দালানে দোয়েল ,টুনটুনি আসে না , হাসেনা চাঁদের আলো। অমাবস্যার গাঢ় অন্ধকারে জোনাকিরাও আর্ আসেনা ভুলেছে পথ। নির্দিষ্ট কক্ষ পথ হারিয়ে উল্কার পিণ্ডের পৃথিবীর বুকে ঝরে পড়ার খবর খবরের পাতায় আসে না। উঠোনের ফুল গুলো গ্রীষ্মের খরতাপে ঝলসে নিজস্বতা হারিয়ে , এই জীবনটা ক্ষণিকের আশা আকাঙ্খা অনুভূতি নিয়ে, শুধু তাকিয়ে রইলাম এক পশলা বৃষ্টির অপেক্ষায় । হয়তোবা কুয়াশার চাদরে ঢাকা পড়ে যাবে
বেঁচে থাকার স্বপ্ন গুলো ।