(স্বরবৃত্ত- ৪+৪/৪+২)
"""""ত্রিমাত্রিক ছন্দ কবিতা"""""
ভাঙা-গড়ার জীবন নাট্যে কয়েক অঙ্ক দৃশ্য
রঙ্গমঞ্চের হাসি-কান্নায় যোগফল চির ভাস্য।
গোধূলিতে ছড়ালো রঙ কাটলো সময় মেলা,
ভাটার টানে নোঙর ছিঁড়ে শেষকৃত্যের ভেলা।
(মাত্রাবৃত্ত- ৫+৫/৫+২)
রইবে পড়ে শুধুই স্মৃতি কর্মফলে সুখ,
বিলীন হবে চেনা মানুষ ধোঁয়াশা ভরা মুখ।
মানস পটে ভেজা নয়নে শেষ রাগিণী বাজে,
বিদায় বেলা ফুলের মালা চন্দনের সাজে।
অক্ষরবৃত্ত (৮+৬)
রূপ, দম্ভ অহংকারে কাটিয়ে যে মায়া,
মানব জীবন প্রান্তে সঙ্গ ছাড়ে কায়া।
হিংসা দ্বেষ সব ভুলে ফুরায় প্রশ্বাস ,
রবে পড়ে স্মৃতিটুকু আমার বিশ্বাস।