খুঁজে ছিলাম মনের মত
বাঁধনহীন এক নদী,
ভিজিয়ে মন ঢেউয়ের জলে
শুভ্র প্রেমের ব্রতী।
খেলবে রাজহাঁস হরিণের দল
বইবে শীতল হাওয়া,
ক্ষনিকে হারাবে বিচলিত মন
শুধুই চাওয়া পাওয়া।
চাঁদ তারায় ভরাবে আলো
ইচ্ছে দেবো বিলিয়ে,
নয়নে নয়ন মজবো প্রেমে
হাতে হাত মিলিয়ে ।
স্বপ্নেরা খেলবে ঘুমের দেশে
ফুলের গন্ধে ভ্রমর,
বুকের ভেতর বন্দী নেশা
কাটবে নিশি প্রহর ।
দিগন্তে ঢলে বয়েসের ছাপ
সুখের স্বর্গে পেয়ে,
জনমে জনমে চিরো অমর
থাকবো শুধুই চেয়ে!