হাতছানি
- রামপ্রসাদ (হলুদ ঘাস )
ক্লান্ত তারা ঘুমিয়ে পড়েছে
ভোরের আকাশের গায়ে,
ঊষার আমন্ত্রণে আবীর ছড়ায়
নীল দিগন্তের পায়ে।
ঝর ঝর ঝরে ঝর্ণার জল
ঝুমঝুম হরিনীর মল,
মন পাখির খুশির পাখায়
কুয়াশায় ভরেছে আঁচল।
প্রজাপতি পাখা ছড়িয়ে দিল
সবুজ বনানীর মাঝে।
রামধনু রঙে নিজেকে হারায়
পাখনার ভাঁজে ভাঁজে ।
হলুদ মাটির সবুজ ঘাসে
ফুলেরাও দোল খেলে,
টুপটাপ ঝরে কুয়াশা রাশি
শীতের ডানা মেলে।
ডাকে পাখি খেলে শিশু
ছোট্ট পায়ে পায়ে
সোনার আলো করে চুরি
সবুজের গায়ে গায়ে ,
শুরু হয় দিন নব প্রত্যাশায়।
ঘাসফুল হাসে মাটিতে ,
মধুকর চুপি-চুপি পরাগে মাতি
ছড়ায়ে আলোয় ভূমিতে।