জীবন নদীর জোয়ার ভাটায়
থামেনা কালের গতি,
সাজানো জীবন তলিয়ে নদে
বেঁচে থাকার অনুভূতি।
সুখের খোঁজে বাইলাম খেয়া
হারায়ে পথ খুঁজি,
কালের ঝড়ে নামলো আঁধার
ডাকছে সাঁঝের ঝিঁঝিঁ ।
ভরা জোছনায় খেলে অমাবস্যা
বিবর্ণ নীল আকাশ ,
আশার আলো বন্দী কূপে
বিষাদে ভরেছে বাতাস।
মৃত্যু ঘন্টা আড়ি পেতে শুনি
হাঁকে যে ওই পারে,
হয়তো একদিন হারিয়ে যাবো
ভবসিন্ধুর ওই পারে।