হলুদ ঘাস

মেখেছি ভোরের স্নিগ্ধ হাওয়া ভোরের কুয়াশায় স্নান,
মেলেছি পাপড়ি ছড়িয়েছে সুভাষ শুকছে সবাই ঘ্রাণ।
সূর্যের আলোয় পুলকিত মন ছড়িয়ে রূপের কলি,
দুলিয়ে মাথা দক্ষিণ বাতাসে খুশির রঙ তুলি ।
ওই শোনা যায় হরির ধ্বনি প্রিয় জনের চিৎকার
বাতাস এসে খবর দিল বাংলার মেয়ের হয়েছে বলাৎকার।
বাবা মায়ের স্বপ্নের রানী স্নেহ আদরে আশীর্বাদে ছিল পূর্ণ,
কোলে পিঠে আঁচল ছায়ায় মায়ের কোল হয়েছে শুন্য।
নারী ক্ষুদায় হায়নার দল আঁচড় কেটেছে বুকে,
তৃপ্তিতে ভরেনি মন ভবিষৎ দিলো রুখে।
উপঢৌকোনে বিলীন হবে মুক্তি পাবে ধর্ষক,
বুক ফুলিয়ে গলা চড়িয়ে মাতৃ পুজোর উদ্বোধক।
আইনের করাতে কুচি কুচি  গীতা আজ  অপবিত্র,
কালো কাপড়ে থাকবে ঢাকা সত্যের স্বরূপ চিত্র।
মুছবে যাবে রক্তের দাগ আগুনে পুড়বে হাহাকার
মিছে স্লোগান নীরব হবে স্বরাজ নীতিতে চমৎকার।
নিভে গেলো ভবিষৎ রুখে যাবে আগামী ভবিষৎ
প্রতিবাদী কণ্ঠ নিরুপায় আজি বুদ্ধিজীবীর সহমত।
আসুক চেতনা একত্রিত কণ্ঠ  নারীদের হোক নিরাপত্তা
ধর্ম নয় বর্ণ নয় আমরা মানুষ ফিরুক বাংলার নিজ সত্বা।