এলায়ে কেশ, স্বপ্নের দেশ
আঁকি স্বপ্ন-লোকে,
কাজলা আঁখি, রূপেতে ঢাকি
সেজেছে নতুন বেশ!
শুকনো পাতায়, নূপুর বাজায়
সবুজ ভূমির মাঝে।
ছন্দে আনন্দে মধুর স্পন্দে
ফুলের সাজে কে যে !
সিঁদুরে আকাশ, মেঘেদের বাস
দিক দিগন্ত ছড়ায়ে,
করে লুকোচুরি, রূপের মাধুরী
হৃদয় যায় ভরায়ে।
হারাতে মানা,মেলেছে ডানা
মাতে পানকৌড়ির দল,
ঢেউ খেলে-খেলে লজ্জায় দোলে
জল-ছল-ছল-ছল।
বর্ষার ধারা,মনেতে নাড়া
দেহ খানি যায় ভিজিয়ে,
আলোর ঝলক,পড়েনা পলক
রূপের ডালি সাজিয়ে।