এক ঝলক
- রামপ্রসাদ (হলুদ ঘাস)
ভোরের ফোটা আলোর ছটা
ঝরছে লতার পাতায়,
লজ্জাবতি ঘোমটা খুলে
উঁকি মারে জানালায়।
মাখছে আলো শুকছে ঘ্রাণ
হাসছে সর্ষে ফুল ,
আপন মনে বহিছে নদী
ছাপিয়ে দুই কুল !
বাসায় ডাকে ক্ষুদে পাখি
সোনালী আলোর রোশনায়
রূপের বাহারে মন ভুলিয়ে
নদী মেশে মোহনায় ।
আহারের খোঁজে চুপটি করে
ছোঁ...... মারে চিলে,
পানার ফুলে হীরের ঝলক
ঝল-মলিয়ে ঝিলে !
পাল তুলে যায় ডিঙি
মাঝি ছাড়ে হাঁক,
পূবের আকাশে গর্জায় মেঘ
গুড় গুড় ডাক।
কালের নিয়মে ফিরবে প্রভাত
হবে অপেক্ষার অবসান,
হাতছানি দিয়ে ডাকছে সবুজে
কাটবে রাতের অভিমান।