বহুজনের আনাগোনা ,চেনা - অচেনা ,
নানা জাতি ,নানা ভাষা ,ফুটপাথে বসে থাকা ,
আজকের মতো বেঁচে থাকার ভাবনা !
নেই স্বপ্ন ,ভাবায় না ভবিষ্যৎ,ভুলেছে বাঁচার প্রয়োজন
স্বার্থের বালাই নেই , হারিয়েছে তার স্বপ্ন
চাই শুধু এক মুঠো অন্ন
দিন যায়, ফুরোয় মাস, অশ্রুভরা দুই নয়ন ,
ওঠে সূর্য, আসেনা সুদিন, আলোর খোঁজে জীবন !
অতীত ভবিষ্যৎ মিলে মিশে গেছে ব্যস্ততার কোলাহলে ,
জীর্ণ বস্ত্র সাক্ষী আজই, অতীতের স্মৃতি বহে!
যায়না বোঝা, উন্নয়নের আলোয়,দিবা -রাত্রি মাপা ,
শীর্ণ গায়ে শীতের কাঁপুনি কুয়াশার চাদরে ঢাকা .
হারিয়েছে নিজের নাম, আপন ঠিকানা ফুটপাথ !
সংগ্রাম করে, কোনোমতে জুটে উচ্ছিষ্ট ডাল ভাত .
আছে নাগরিকত্ব, নেই মূল্যায়ন, শুধুই কৃত্রিম হাসি ,
পুণ্যের দোয়ায় বেঁচে আছি, ওদের খুশিতেই খুশি!!!