আছো মা অন্তরে
- রামপ্রসাদ (হলুদ ঘাস )
মাগো তুমি কেমন আছো,আছো যে কত দূরে?
আজকে ভীষণ পড়ছে মনে ,শুক তারার ভোরে!
পাইনা খুঁজে কোথাও আমি,এমন হাসি মুখ ,
ওই মুখেতে লুকিয়ে ছিল,আমার যত সুখ !
স্নানে ভেজা,আঁচলে মোছা,আগলে রাখা হাত
ফুঁ দিয়ে তুমি জুড়িয়ে দিতে,গরম ধোঁয়ার ভাত ।
চাঁদমাখা মুখ,চাঁদের টিপ কপাল জুড়ে আলো,
আজকে ভীষণ পড়ছে মনে ফুরায় রাতের কালো !
তোমার আদর,স্নেহের চাদর,তোমার কোলে ঘুম,
তারার দেশে মায়ের উঁকি, নুপুরের রুম ঝুম !
পরজন্মে জন্ম নেবো মা... মা-গো, তোমারি কোলে,
মা.. মা.. বলে জড়িয়ে তোমায়,সকল দুঃখ যাবো ভুলে।।
""""মা
কেমনে আমি থাকবো ভালো, সোনা- মানিক ছেড়ে ?
তোর হাসিতে,হাসতাম আমি,বুকটা যেত ভরে !
তোর খুশিতে হতাম খুশি পেতাম সর্বসুখ ,
দুষ্টুমিটা লাগতো ভালো ভরিয়ে নিতাম বুক !
আছি আমি অচিন পুরে হোকনা যতই দূরে,
তোর কথাতে বুকটা ফাটে এখনো তো তোর তরে !
পার হয়েছি সাত সমুদ্র,তের নদীর পারে,
বুকটা আমার কেঁপে ওঠে, আকুল কান্নার সুরে !
দেব তোকে চাঁদের আলো স্নেহের আঁচল ভরে ,
তোর হাসিতে বুক ভরাবো সাতটি জনম ধরে ।