এ জীবন
রামপ্রসাদ (হলুদ ঘাস)
ঘাত প্রতিঘাত সংশয় জীবন কুল ভাঙা তীর ,
আছরায় ঢেউ উজানে ভরে তলিয়ে স্বপ্নের নীড়।
ভাঙে স্বপ্ন, অতীত স্মৃতি বোবা কান্নায় ভাসে,
দিনের আলোয় ঝলসানো রোদে শুক সারি হাসে।
বিদ্রুপ কাটে চেনা সমাজ দুঃখকে করেছি বরণ,
ঝাপসা চোখে বিদ্ধ তীরে ক্ষতবিক্ষত এ জীবন।
অপেক্ষায় আছি নব প্রভাতের ফুটবে নতুন কুঁড়ি,
একলা পথে চলাই জীবন কুড়োই স্মৃতির নুড়ি।