পথের ধারের চপ কাটলেট,
স্বাস্থ্য চিন্তা চুলোয় যাক,
মাঝে মাঝে ঝাল মুড়িতে,
অবাধ্য জিভ শান্তি পাক।

চায়ের আড্ডা সুখটানেতে
ফুসফুস পুড়ে হোকনা ছাই,
জেদের বসে ঝগড়া চলুক
যুক্তি তক্কো নাপাক ঠাঁই।

ভাবনা চিন্তা মাটি ছেড়ে,
নাই বা দিলো আকাশ পাড়ি,
অট্টালিকা নাই বা হলো,
থাকুক আমার কোঠা বাড়ি।

চুলটা থাকুক অগোছালো,
গোঁফ দাড়িতে বাহার নেই,
হাওয়াই চটি বারমুডাতে
বাউন্ডুলে আমি সেই।

বিশেষ হতে  চাইনা আমি
সাধারনই রেখো প্রিয়,
আমায় নিও আমার মতো
তোমায় তোমার মতোই দিও।