লিখতে বসে
রমজান মাহমুদ
স্বপ্ন মাথায় ঘুরছে যত
ছন্দে যদি ঢালি,
দেখি–
জমিয়ে নিলে একটা সাগর কালি
একটা ছোটো বিন্দু হবে
এ কী!
রঙ জড়ানো শেষ না হলে
বাজবে রাঙা তালি?
সে কী!
ঢুকতে পারে লেখার চোখে বালি।
তৈরি হবে 'আমড়া কাঠের
ঢেঁকি'?
সবটা ভেবে সামনে আনি
নতুন লেখার ফালি।
ঠেকি,
কস্তা লেখার পৃষ্ঠা তবু জ্বালি।
ভাবনাগুলো ছন্দ-সুরে
সেঁকি।