ছুটছে কোথায় মানুষ
রমজান মাহমুদ

কোথায় ছুটে যাচ্ছে মানুষ–
কোন চাঁদে, কোন মঙ্গলে?
একটু কিছুর গন্ডগোলে
পাঠিয়ে দেবে জঙ্গলে!

মুখ দিয়ে সব কথা বেরোয়
ঘুর্ণিঝড়ের গতিতে,
অট্টহাসি হাসতে পারে
কেউবা কারও ক্ষতিতে!

সামনে ভরায় প্রশংসাতে
নিন্দা করে আড়ালে,
সম্মানও ঠিক পায় না মোটেই
অর্থ-কড়ি হারালে!

ঠুনকো বিষয় সামনে এনে
চক্ষু ভরায় আগুনে,
‘হয়নি’ বলে চেঁচিয়ে ওঠে,
ঠিকমতো সব না গুণে।

‘বন্ধু’ হঠাৎ ‘শত্রু’ সেজে
তীর ছুঁড়ে দেয় গলাতে,
ভাগ্যে কারও ছোবল জোটে
সাপ পুষে দুধ-কলাতে!

পান থেকে চুন খসলে হঠাৎ
দেয় গলাটা ফাটিয়ে,
দুই কদমের পথটা আনে
দশটা কদম হাঁটিয়ে।

কাউকে গাছের শীর্ষে তুলে
মইটা হঠাৎ কেড়ে নেয়!
কেউবা কারও কাঁধে চড়ে
সাবধানে ফল পেড়ে নেয়।

নম্রতা আর ভদ্রতাকে
দুর্বলতা ভেবে যায়,
‘স্বার্থ’ শেষে সম্পর্কের
বাঁধটা দ্রুত দেবে যায়।

‘ফুলবাড়িয়া’য় লাগলে 'আগুন'
যায় জ্বলে ‘বেতবুনিয়া’!
কোথায় ছুটে যাচ্ছে মানুষ,
সামনে সে কোন দুনিয়া!