"২১ শে ফেব্রুয়ারী হয়েছিল ভাষা আন্দোলন,
চেয়েছিল ভাষা, তুলেছিল স্লোগান,
রাষ্ট্র ভাষা বাংলা চাই,
চাইল তারা ভাষা, করল তাদের গুলি,
মরল এতে সালাম, বরকত, রফিক, শফিক,
জব্বারসহ আরও অনেকে।
তাদের মৃত্যুতে দুঃখ জানাই আমরা সকলে।