সোনালী রূপালী সবুজে ঘেরা
মোদের বাংলাদেশ,
ফুলের ঘ্রাণে, ফলের ঘ্রাণে  
মনটা জুড়ায় বেশ৷

জন্মেছে কত জ্ঞানী গুণী
মোদের সোনার দেশে,
নিঃসঙ্গ পথ ছুটে চলি
আমি মুসাফির বেশে৷

থাকিতে নাহি পারি আমি
বঙ্গ-মাকে ছেড়ে,
যার আঁচলে স্ব-জতনে
হয়ে উঠেছি বেড়ে৷

কৃষকের মুখে হাসি সর্বদা
দেখি মাঠে ধান,
সহজ-সরল মনটা ভরে
পেয়ে গ্রামের ঘ্রাণ৷

অজপাড়া গাঁয়ে জন্ম আমার
"বরই" গ্রামটির নাম,
গুণীজনদের মুখে শুনি
মোদের গ্রামের সু-নাম৷

একা ঘরে কাটে না সময়
দেখি বাংলার মুখ,
গাঁয়ের ছেলে ভেবে মনে
লাগে বড্ড সুখ৷

সূর্যোদয় থেকে গোধূলি
আনন্দে কাটে সময়,
হারতে নাহি জানি মোরা
চিনিয়ে আনি বিজয়৷

দেশে তরে সদাসর্বদা
জীবন দিতে প্রস্তুত,
শুত্রুর বুকে জ্বালাই আগুন
টগবগে বিদ্যুত৷