যদি একা লাগে, সন্ধ্যার শেষে সঙ্গীহীন হই। কান্না আসে খুব, আসুক।
যদি ভেঙে পড়ি রোজ, বুক-উঠুনে ঝড় আসে খুব,
আসুক।
যদি বৃক্ষের অভাবে ছায়াহীন হই, গ্রীষ্মের দাবদাহে পুড়ি রোজ।
ছাই হই খুব, হোক।
তবু তোমার কাছে যাব না।
ছুটে যাব সমুদ্রে কিংবা দূরের পাহাড়ে। মৌনতার পাদদেশে দাঁড়িয়ে
পাহাড়কে জানাব আমার সমস্ত অসুখের গল্প, সমুদ্রের জল জানবে
আমার কান্না।
কতটা ভার হয়ে আছে বুক, কতটা ভেঙেছে সুখ।
মনখারাপের বিষবাষ্পে কালো হোক শহর। তবু তোমার দ্বারস্থ হব না।
তোমার শহরে করব না বিলাপ;
দরজায় দাঁড়িয়ে কড়া নেড়ে বলব না—
ঘরে আছ অবনী? আজ আমার মন খারাপ।