তুমি আমার শত সাধনার ধন
জীবন মরণ মানিক রতন ।
আলোয় আনন্দে ভরিয়ে দিলে
আমার জীবনে আসলে যখন ।
তুমি আমার শত সাধনার ধন
আপনার চেয়েও আপন জন ।
জীবন আমার পূর্ণ হলো
তুমি এলে যখন ।
তুমি আমার শত সাধনার ধন
জীবনানন্দ দাশের বনলতা সেনের মতন ।
আমি দুদন্ড শান্তি পেয়েছি
ভালোবাসার হাত বাড়ালে যখন ।
তুমি আমার শত সাধনার ধন
পূর্নিমার চাঁদের মতন ।
তুমি ছাড়া জীবন আমার
অমবর্ষার রাতের মতন ।
তুমি আমার শত সাধনার ধন
মজনু সাহেবের লায়লীর মতন ।
আমি জীবনের মানে বুজেছি
তোমার ভালোবাসা পেলাম যখন ।
তুমি আমার শত সাধনার ধন
বর্ষা কালের নদীর মতন ।
তুমি ছাড়া জীবন আমার
মরুভূমির বালির মতন ।
তুমি আমার শত সাধনার ধন
ফরহাদ সাহেবের শিরিনের মতন ।
জীবন আমার সার্থক হলো
আমার হাতে হাত রাখলে যখন ।
ওগো, তুমি আমার শত সাধনার ধন
আধার ঘরের আলোর মতন ।
কথা দিলাম সেই আলোর যত্ন নেবো
এই দেহে প্রাণ থাকবে যতক্ষণ ।