অমরকথা-
মৃত্যুরই সমান
জ্ঞানহীনতা।
পরমপিতা
একই ও অভিন্ন
জানো তুমি তা!
খুশিতে সও
মজবুরিতে নয়,
আনন্দ পাও।
তন-মন ও
ধন-বচন দ্বারা
সেবা করো।
সব আত্মাই
ভিন্ন ভিন্নই হয়
জানো সবাই।
তোমার দিব্য
জ্ঞানে হয় সকলে
অমর, সভ্য।
পড়ে রইবে
সবই অসার হয়ে
যখন যাবে।
যেতেই হবে
একদিন তোমার
কী আর রবে!