বৃষ্টির যেমন আছে মেঘ,নদীর আছে সাগর
আমার কাছে তুমি সূর্য,আমার বসন্তের ভোর।
মাঝির যেমন আছে হাল,চোখের যেমন আছে মণি
তুমি ছাড়া আমি যেন, রাধা কলঙ্কিনী।।
মন আছে যার সেই তো বোঝে মনেরই ভাষা।
বেলা শেষের পরে পাখি খুঁজে নেয় বাসা।।
সূর্যোদয়ে পদ্ম ফোঁটে, পাখিরা ওঠে ডেকে
আমার ভালো লাগে তোমার, ঠোঁটের হাসি দেখে।।
সব ঝিনুকে থাকে না মুক্তো, সব খনিতে হীরা।
মুক্তো-হীরা হয় গো পাওয়া, প্রেম পায় গো যারা।
শুক ছাড়া হয় না শারি, হয় না ছাড়াছাড়ি
আমিও ছাড়ব না তোমায়, তুমি শুধু আমারি।