'আমি'র আমি
সর্বশক্তিমানের
সে অন্তর্যামি।

ঈশ্বর এক
তোমার ও আমার
করো পরখ।

দেহটা গাড়ি
গাড়ির ড্রাইভার
আত্মা তারই।

আত্মা ও দেহ
ভিন্ন ভিন্ন, এক না
জানো কি কেহ!

ঘরে বাইরে
সকলেই আবদ্ধ
পাঁচ বিকারে।

এ অভিনয়
ধরনী-নাট্যমঞ্চে
কেউ না  রয়।


মিলন হবে
এই আত্মার ধূলি
ঝাড়লেই তবে।

ভারতভূমি
আবার স্বর্গ হবে
দেখবে তুমি।