কবিতা চল্লিশ ছুঁই ছুঁই
আজও লাইনে আছি দাঁড়িয়ে
সেই ক্লাস থ্রি থেকে একটু একটু করে
কৈশোর পেরিয়ে গতানুগতিক যৌবন,আর তারপর...
তবু ভুলতে পারিনি তোমার নৈঃশব্দের সহজতা,
হারিয়ে যাবার পর বুকের তোলপাড়,
আগুয়ান আগুনে দীপ্তি।
পুড়েছি যে কতবার...এখনও পুড়ি হয়তো।
বই- এর পাতায় কালো অক্ষরে
শোকের প্রকাশ নয় এ জানি।
তাই আজও শূন্য ঘরে সুগন্ধি ছড়িয়ে,
পাতাময় উঠোন ঝাড় দিয়ে,
ডিম আর আলু সিদ্ধ দিয়ে
তোমার পথ চেয়ে থাকি, কবিতা।
জানি তোমার জন্য কিছুই করতে পারিনি
তবু চেয়ে দেখ, অনেক দূরে, অনেক অনেক দূরে
তোমার জন্য এক হৃদয় অপেক্ষা করে আছি।