থোকা থোকা আম ধরেছে তেঁতুল বাঁকা বাঁকা
আকাশের কালো রঙে তোমার চোখ আঁকা।
একসাথে এক ছাদে,তবু ঘরের মধ্যে ঘর
মনঘরে চুনকালি, কখন হয়ে গেলে পর!
কালের সাথে ভাব আর কালের সাথে আড়ি
এই নিয়ে আমাদের সুখ-দুঃখের ঘর-বাড়ি।
পায়ে পোড়ো না, যত পারো মনে পড়ো
ত্যাগ কোরো না, ত্যাগেই নিজেকে গড়ো।
কান পেতে শুনো না, মন পেতে শোনো।
শব্দ কোরো না, নিঃশব্দের ভাষা জানো।
তোমার জন্যে রাত জাগি,তোমার জন্যে কবিতা
তোমার জন্যে সাত সমুদ্দুর, তোমার জন্যে এত কথা।