অনেক ক্ষণ
             সময়
                  দিন
                    মাস
                       বছর
                          তোমার অপেক্ষায়
হঠাৎ-বৃষ্টিটির মতো ভিজিয়ে দিয়ে
আড়াল করলে নিজেকে।

সেদিন খুব কেঁদেছিলাম
কান্নায় এত সুখ পাইনি কখনও
প্রশ্ন করেছিলাম নিজেকে
এটাই কি ভালোলাগা না প্রেম?
কৃষ্ণচূড়ায় আর পলাশে
লালে লাল হয়ে গেছিল
আমার মন- আকাশ
বারেবারে আয়নায় দেখেও
নিজেকে চিনতে পারিনি সেদিন
কখন রাত কেটে ভোর,
ভোরের পাখির কলতান আর
কখন যে পাখি নীড়ে ফিরেছে কে জানে
নীল আকাশে চোখ কখন স্থির হয়ে গেছে
জানিনা তাও
আবেশে ভেসে শুধুই ভেবেছি
কবে মিশবে সামান্তরাল রেখা বিন্দুতে!
কবে!!!