সে অন্ধকার আমার চেনা
অনেক পুরনো,পলেস্তারা খসে পড়েছে
শুকনো পাতার শনশনানি আর
শিরায় শিরায় শিরশিরানি প্রতি ক্ষণে
কবিতা আছে বলে
ফুল ফোটে পাহাড়ের গায়ে
আকাশ আঁকে ছবি
রঙ-তুলি নিয়ে বসে
ঠোঁটের সংলাপ
বাতাসের তো হাসি আর থামেনা
একেবারে নিম্নগতিতে
নেমে আসে ঝরনা
সেখানেই নাকি তার
গতির সঙ্গে দেখা হওয়ার কথা
দেখা হলে ঝরনা আর হাসে না
এ অন্ধকার আমারই মতো।