সেই দীনের দৈনতা
রংচটা পোড়ামাটি
ভাজে ভাজে উগ্রতা
কিম্বা দাঁতে দাঁতচাপা
কঠোর শ্রমমাখা স্বপ্ন
মনে রাখি-শেষেরও
একটু পরে।
কান্নার ভাসান
মনেধরা আড়চোখ
পাহাড়ের বুকে ভাসা মেঘ
বিকেলের আবীররাঙা নদীর জলে
পানসী, পানকৌড়ির শেষ ডুবের স্নিগ্ধতা
সব ধরা থাকে বানপ্রস্থের ভরাট প্রস্তুতিতে
কে জানে, কখন ফুড়ুৎ হবে ফড়ফড়ানি!