চেয়েছ তাই
তোমরা এ ধরায়
পেলে আমায়।
দাদু-দিদান
দিচ্ছে যে নিধান
সবই বিধান।
কেউ বা চুপ
হাবভাবেই খুব
দিচ্ছে যে ডুব।
একটা গান
রাগ বা অভিমান
হোক না খান।
ভালো তো বাসো
একটু কাছে আসো
ও অভিলাষো।
আশিষ দান,
সোনারই সমান
সে শিরস্ত্রাণ।
ছোট্ট এ হাত
আমার মুখে ভাত
যেও না বাদ।
এসো স্বজনে
আত্মীয় পরিজনে
সুনিমন্ত্রণে।
আসোনি যারা
দিও এবার তারা
অবশ্যই সাড়া।
জমজমাট
সকল অজুহাত
দেবেই বাদ।
জুনের দশ
আমাদের আবাস
দিও পরশ।
এসো সবাই
এটাই আমি চাই
আজ বিদায়।
হাইকুখানা
হল তোমার জানা
ইতি ঋষণা।