হরিণ কালো চোখটা যে তার,গা-টা অধিক কালো
যতই কালো হোক না বধূর, মোন যে তার ভালো।
মোনটাই যে আসল রাজা, সবার উপরে
হীরের মতোন অন্তর যার, বাইসবো ভালো তারে।।
লাল মাটি আর কালো পাহাড়ে, ফোটে পলাশ ফুল
ধলো হয়েও চরিত্রহীনের থাকে না তো কুল।
রাধেও তো ছিল ধলো, কৃষ্ণ তত কালো।
পীরিতিতে নাম কিনেছে, জগৎ হইছে আলো।
কবুতরের বুকটা নরম, নরম পেঁজা তুলো
লোহার মতোন মোনটা হইলে, সমান কালো ধলো।
মানুষেরই মতোন হওয়া, সবচেয়ে কঠিন কাজ
মানুষই হবো মোরা, শপথ করো আজ।।