আজ দুঃখের দিন, আজ বেদনার দিন
গাছের ভাষায় গাইব গান, ভরে যাবে মন প্রাণ
রাখব না আর কারও কাছে ঋণ।
চল্ ভাই, চল্ ভাই, চল্ ভাই গাছকে বাঁচাই।
আমার গাছ, আমার বাসা, আমার অধিকার
আমার ডাল,আমার পাতা, আমার অধিকার
হাতে হাতে হাত রেখে, সুরে সুরে সুর মিলিয়ে
চল্ গাছের গান গেয়ে যাই
চল্ ভাই, চল্ ভাই, চল্ ভাই গাছকে বাঁচাই।
দোয়েল, কোয়েল,সোড়েল, শালিক,আমার যশোর রোড
প্যাঁচা, টিয়া, ভাম বিড়াল, আমার যশোর রোড
পায়ে পায়ে পা মিলিয়ে, যাব আমরা এগিয়ে
চল্ পরিবেশকে বাঁচাই
চল্ ভাই, চল্ ভাই, চল্ ভাই গাছকে বাঁচাই।
ছায়ায় ভরা, মায়ায় ভরা, আমার বনগাঁ
ঘামে ঝরা, স্বপ্নে ভরা, আমার বনগাঁ
কবিতায়, পথসভায়, যোগ দিয়ে আমরা সবাই
চল্ গাছের মান বাঁচাই
চল্ ভাই, চল্ ভাই, চল্ ভাই গাছকে বাঁচাই।