ভালো-মন্দ
-রমেন মজুমদার,পিএএসপি-০১১
তারিখ-১১/০৭/২৪
----
[ফরাসি রীতিতে মাইকেল মধুসূদন দত্তের ভাবাদর্শে বঙ্গীয় সনেট]
(কখখক/কগগক/কঘঘক/ঙঙ)
----
ভদ্র ঘরের সন্তান নাম অতি গণ্য
তা না হলে তারে সবে দুষ্ট ছেলে বলে,
যত সব বর্জ্য আছে ভাসায় সলিলে;
সুধীজনে ভদ্রতাকে করে অতি মান্য।

সুপুত্র আর কুপুত্র রয়েছে সমাজে!
মন্দের নিন্দায় সবে ব্যস্ত দেখি কত;
তারা নাহি করে কভু সত্য যত ব্রত;
ক্ষতির সম্মুখে যারা,- তারা মরে লাজে।

জীবন গঠনে যেই,-- সততা মানসে;-
শ্রম দ্বারা গুণ লভে,প্রশংসার পাঠ--
সেই ভালো জ্ঞান তত্ত্বে;- বর্জে মন্দ ঘাট,
সতত মননে সিদ্ধ সত্যের নির্যাসে।

ভালো-মন্দ মিলে মিশে সব ঘরে ঘরে,
রয় পূর্ণ তত্ত্ব তারি-- বঙ্গের ভিতরে।।
----