ভালোবাসতে গেলে
---
কাব্যভূষণ-রমেন মজুমদার,
পিএএসপি-০১১
----
হৃদয়ের সুখ খুঁজি হৃদয় খুঁজি না,
সে হৃদয়ে কতটুকু সুখ আর কতটুকু কষ্ট!
জানতেও চাই না,অথচ সুখ খুঁজি
মানুষের মাঝে আমরা মানুষ খুঁজি না।

ভালোবাসতে গেলে ভালোবাসা দিতে হয়,
নিতে হয় তার দান স্বার্থহীন হয়ে....
দিতে হয় পাওয়া হীন আপনার সততা;
ভালোবাসা ভালো হয়ে তবেই আসিবে দুয়ারে।

ধিক ভাব মন্কল্পে মুছে ফেলি রোজ-
পবিত্র জলের ধারায় স্নান সারা হোক;
মন যদি মুক্ত থাকে কলঙ্ক বিহীন---
আপনি সে দিবে ধরা আঙিনা মনের।

ভালোবাসতে গেলে ভালো মন চাই---
সিঁথানে বালিশ রেখে মাটিতে ঘুমাই,
অনাহারী জনে কাছে নিলে প্রেম হয়
সে প্রেম স্বর্গতুল্য বুঝি ক'জানায়।

ভালবাসতে গেলে নিজের সত্ত্বা ঠিক রেখো,
অশ্রুঝরা পথপ্রাণ!--কাছে টেনে নিও;
তবে সে প্রেম হয়,যাকে বলে পবিত্র পূর্ণ...
লোভ যদি বেঁকে বসে অস্তিত্ত্ব হবেই চূর্ণ।

দুমুঠো ভাতখেতে ঘামঝরে,জীর্ণ পরিধান,
অনাহারী বুঝে তার যন্ত্রণার জ্বালা !!
মন যদি থাকে তোমার,মন দাও তবে--
সে মনে প্রেম স্বর্গ;বুঝে নাও,যদি মানুষ হও।
১৫/০৬/২০২৪
----